মিনারুল ইসলামঃ মেহেরপুরের গাংনীতে খাবারের অভাবে বেজী নামের একটি বন্য প্রাণী এক গৃহকর্তীর পায়ে কামড় দিয়েছে। ঘটনাটি ঘটেছে এ জেলার গাংনী উপজেলার বাওট নামক গ্রামে।
এলাকা সূত্রে জানা যায়, ১ লা ডিসেম্বর দিবাগত রাতে এ গ্রামের জিনারুলের স্ত্রী হুসনেয়ারা টিউবওয়েলে পানি আনতে যায়। হঠাৎ একটি বেজী তার পায়ের গুড়ালীতে কামড় দেয়। তার পর বেজীটাকে সরাতে গেলে গুড়ালী থেকে উরুর নিচে শক্ত করে কামড়ে ধরে। এবারই ঘটে সেই অবাক করা ঘটনা। বেজীটিকে আর ছাড়ানো সম্ভব হচ্ছে না। শক্ত লাঠি দ্বারা একের পর এক আঘাত করা হচ্ছে কিন্তু বেজী তো নাছোড় বান্দা কোন ক্রমেই ছাড়বে না। আমরণ কামড়ে ধরে ছিল। মারতে মারতে যখন তার মৃত্যু নিশ্চিত হয়েছে তখনি তাকে ছাড়ানো সম্ভব হয়েছে।
হুসনেয়ারাকে অসুস্থ্য অবস্থায় বামুন্দি হুদা ক্লিনিকে ভর্তি করা হয়। ডাক্তারের চিকিৎসায় সাময়িক ভাবে সুস্থ হয়েছে।