শহর প্রতিনিধিঃ-গাংনীতে বিএন
পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোডমার্চ আওমীলিগ ও অঙ্গ সংগঠনের বাধার মুখে পড়েছে । ২৬ নভেম্বর খুলনা বিভাগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোডমার্চের অংশ হিসেবে কুষ্টিয়ার জনসভা সফল করার লক্ষ্যে হাজারো নেতা-কর্মী কুষ্টিয়ার অভিমূখে যাওয়ার প্রস্তুতি নিলে মেহেরপুরের গাংনী সাসষ্ট্যন্ডে ছাত্রলীগের বাধার মুখে পড়ে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা একটি বাস ভাংচুর করে। এর পর-পরই মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল সময়ীক ভাবে বন্ধ হয়ে যায়। পরক্ষনেই পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্খিতি নিয়ন্ত্রনে আনে। বি এন পির নেতা কর্মীরা আতংকিত হয়ে এদিক-ওদিক পালিয়ে যায়।
মেহরপুর সহকারী পুলিশ-সুপার সায়েদ আকবর জানান সরকারের নিষেধ থাকা সত্তেও বি এন পির নেতা কর্মীরা সংঘবদ্ধ ভাবে রোডমার্চে অংশ নেওয়ার জন্য বিভিন্ন যানবাহন রির্জাভ করে কুষ্টিয়ার অভিমূখে যাওয়ার প্রস্তুতি নিলে এ বিচ্ছিন্ন ঘটনা গটে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্খিতি নিয়ন্ত্রনে আনে।