আক্তারুজ্জামান আক্তারঃ দ্বাবীকৃত চাঁদার টাকা না পেয়ে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সোয়া ৯ ঘটিকার সময় মেহেরপুরের গাংনী পৌর সভার চৌগাছা গ্রামের জনৈক নজির হোসেনের বাড়িতে এ বোমা হামলা চালানো হয়। পুলিশ এ বোমা হামলায় জড়িত সন্দেহে নাজমূল(৩০) ও শরিফুল(৩২) নামের দু’জনকে আটক করেছে।
গৃহকর্তা নাজির হোসেনের স্ত্রী খুকি খাতুন জানান, তার প্রবাসী ছেলে জয়নাল আবেদীন বিদেশ থেকে বাড়ি ফেরার পর সন্ত্রাসীরা মোবাইল ফোনে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে ও দাবীকৃত চাঁদার টাকা না দিলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকী দেয়। চাঁদার টাকা না দেয়ায় এ হামলা চালিয়েছে বলে তিনি দ্বাবী করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোসত্মফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বোমার বিকট শব্দ শুনে পুলিশ ঘটনা স্থলে পৌছেছে। বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমূল (৩০) ও শরিফুল (৩২) নামের দু’জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য , গত বছর নাজির হোসেনের বাড়িতে সন্ত্রাসীরা চাঁদা দাবী করে বাড়ির গেটে ২ টি শক্তিশালী বোমা রেখে গিয়েছিল। বোমা দুটি র্যাব-৬ উদ্ধার করেছিল।