আক্তারুজ্জামানঃ মহেরপুরের গাংনী বাজার বাসষ্ট্যান্ড থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ আক্কাছ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮ টার সময় বাজার ডিউটিরত অবস্থায় এএসআই জয়নাল আবেদীন যাত্রী ছাউনি থেকে ফেন্সিডিল সহ তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী আক্কাছ আলী সীমামত্মবর্তি খাশমহল গ্রামের ওসমান গনির ছেলে।
এ এস আই জয়নাল আবেদীন জানান, সন্দেহভাজন ভাবে ঘোরা ফেরা করতে দেখে সন্দেহ হলে ফেন্সিডিল ব্যবসায়ী আক্কাছ আলীর দেহ তলস্নাশী করা হয়। এসময় তার কোমর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। মাদক ব্যবসায়ী আক্কাছ আলী জানান, ফেন্সিডিলের মূল মালিক কাজীপুর গ্রামের মিল্টন আলী।