আক্তারুজ্জামান আক্তারঃ প্রতি বছরের ন্যায় এবার ঈদুর আযহার আনন্দ টাকে আরো প্রণবমত্ম করে তুলেলন বেতার শিল্পী সাহারবাটির কৃতি সমত্মান রবিউল ইসলাম পটল। পটল তার শুরের মুর্ছনায় এলাকার সর্বসত্মরের মানুষের মন কেড়ে নিয়ে উপস্থিত দর্শকদের মাতালেন হ্যাপি কলাবের আয়োজনে তিনদিন ব্যাপী বিচিত্রা অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে আমাদের কাছের শিশু শিল্পী খুদে গানরাজ মুন্নাকেও গান পরিবেশনের সুযোগ করে দেওয়া হয। তবে শিশু শিল্পী মুন্না তার গানে দর্শক মাতাতে না পারলেও রবিউল ইসলাম ঠিকই গান প্রিয় মানুষকে তৃপ্তি সহকারে গান শোনান এবং হাজার হাজার দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন। হ্যপী ক্লাবের এ অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপনা করেন শিল্পী হুমাউন কবির সুমন। এ অনুষ্ঠানে গাংনীর বিভিন্ন শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
গাংনীর ভাটপাড়া নীলকুঠির তিনদিন ব্যাপি বিচিত্রা অনুষ্ঠানের শেষদিনে দর্শকের উপচে পড়া ভিড়
Read Time:1 Minute, 23 Second

আক্তারুজ্জামান আক্তারঃ প্রতি বছরের ন্যায় এবার ঈদুর আযহার আনন্দ টাকে আরো প্রণবমত্ম করে তুলেলন বেতার শিল্পী সাহারবাটির কৃতি সমত্মান রবিউল ইসলাম পটল। পটল তার শুরের মুর্ছনায় এলাকার সর্বসত্মরের মানুষের মন কেড়ে নিয়ে উপস্থিত দর্শকদের মাতালেন হ্যাপি কলাবের আয়োজনে তিনদিন ব্যাপী বিচিত্রা অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে আমাদের কাছের শিশু শিল্পী খুদে গানরাজ মুন্নাকেও গান পরিবেশনের সুযোগ করে দেওয়া হয। তবে শিশু শিল্পী মুন্না তার গানে দর্শক মাতাতে না পারলেও রবিউল ইসলাম ঠিকই গান প্রিয় মানুষকে তৃপ্তি সহকারে গান শোনান এবং হাজার হাজার দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন। হ্যপী ক্লাবের এ অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপনা করেন শিল্পী হুমাউন কবির সুমন। এ অনুষ্ঠানে গাংনীর বিভিন্ন শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।