নিউজ ডেস্কঃ ৩১ আগস্ট বুধবার ঈদুল ফিতর। সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে মুসলমানরা প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করবেন। এ উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন নিজ গ্রাম গাংনী উপজেলার হিন্দা গ্রামের ঈদগাহ ময়দানে ঈদেন নামাজ পড়বেন। নামাজ শেষে তিনি গ্রামের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেলে দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে বিনিময় করবেন ঈদ শুভেচ্ছা।
সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন গাংনী কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদেন নামাজ পড়বেন। নামাজ শেষে তিনি গাংনীস্থ নিজ বাসভবনে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। গাংনী উপজেলা চেয়ারম্যন এ.কে.এম শফিকুল আলম গাংনী চৌগাছা কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদেন নামাজ পড়বেন। এবং নামাজ শেষে তিনি গাংনীস্থ নিজ বাসভবনে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন গাংনী উপজেলা চেয়ারম্যনের সাথে গাংনী চৌগাছা কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদেন নামাজ পড়বেন।
এদিকে সকল দলের গন প্রতিনিধি গনই নিজ নিজ অবস্থানে থেকে দলীয় নেতাকর্মী এবং গাংনীবাসিকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
WISHIG A HAPPY EID MUBARAK ALL OF REPORTER, EDITOR OF GANGNINEWS.COM.
Thanks Ali Ashgar