মিনারুল ইসলামঃ মেহেরপুরের গাংনী উপজেলার বাওট ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য ফুটবল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে র্দুনীতির অভিযোগ পাওয়া গেছে। ৮জুলাই শুক্রবার বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফুটবল মাঠে উপস্থিত হলে ধরা পড়ে এসব অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, এ মাঠে বরাবরই যারা ফুটবল খেলছে তাদের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবার অনেকে আদও কোন বিদ্যালয়ে যায় না। এ ধরনের অভিযোগের কারনে বুধবার মটমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্ররা খেলা না করেই মাঠ ছেড়ে চলে গেছে। শুক্রবার নওদা হোগোলবাড়ী (শুকুরকান্দী) প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররাও খেলা অর্ধ সমাপ্ত রেখেই মাঠ ছেড়ে চলে যায়। এ ব্যাপারে নওদা হোগোলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হোসেন সহিংসতা হওয়ার সম্ভবনা থাকায় কোন অভিযোগ করেনি। এ ব্যাপারে খেলার মাঠে উপস্থিত মটমুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খেলার শুরু থেকে প্রত্যাকটি বিদ্যালয় এই ধরনের ভুগিজুগি করেছে, এসব কথা বলে কোন লাভ নেই। বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও খেলা পরিচলনা কমিটির সদস্য মিজানুর রহমান (ক্যাপ্টেন) জানান, খেলা পরিচালনা কমিটিতে যারা আছেন খেলার সময় কেই উপস্থিত থাকে না। যার ফলে যাচাই বাচাই করা সম্ভব হয়না।
এই যদি হয় অবস্থা তাহলে কি বঙ্গমাতা যে স্বপ্ন দেখেছে এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে তা কি কখন পুরুন হবে? এমন প্রশ্ন জনমনে। খেলা দেখতে এসে ফুটবল মাঠের চার পাশে হাসাহাসি করে ফুটবল প্রিয় মানুষগুলো। মুখ দিয়ে বের করে নানা ধরনের মমত্মব্য।