বিশেষ প্রতিনিধিঃ গাংনীর কাজিপুর ইউনিয়ানের পিরতলা নদীতে চলছে অবৈধ ভাবে বালু উত্যলন এতে ধংস হচ্ছে প্রায় ১০০বিঘা আবাদি জমি । এ ভাবে বালু তুলতে থাকলে একদিন আবাদি জমি গুলো নদী গর্ভে বিলিন হয়ে যাবে । এব্যাপারে পিরতলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান এরা দীর্ঘদিন থেকে নদীতে বালু তুলছে। প্রতি বালির মালিক এক বারে ২০হাজার সেফটি বালি নদী থেকে উত্যলন করে। এব্যপারে সাংবাদিকরা বালি মালিক দের সাথে কথা বললে চাইলে কেউ কথা বলতে চাননি তবে পিরতলা গ্রামের বালি ব্যাবসায়ী হামিদুল বলেন আমরা বালি তুলছি তুলবো সাংবাদিকের যদি কিছু করার থাকে করে নেই যেন । তবে এমন ভাবে যদি অবৈধ বালু উত্যলন করতে থাকে তাহলে নদীর তীরের আবাদি জমি গুলো খুজেঁ পাওয়া মুসকিল হয়ে দাড়াবে। তাই এলাকার সচেতন মহল ও কৃষকের জোরালো দাবি প্রশাষোনের যেন বিষয় টি স্বরজমিনে তদমত্ম করে বালি উত্যলন বন্ধ করেন।
গাংনীর পল্লিতে চলছে অবৈধ ভাবে বালু উত্তলন হচ্ছে। চলছে বালুর রমরমা ব্যবসা
Read Time:1 Minute, 23 Second