
শহর প্রতিনিধি নাজমুল হুদা ঃ গুরু আজম খান স্মরণে মেহেরপুরের গাংনী জুম ব্যান্ডের আয়োজনে ২৫জুন শনিবার বিকেলে গাংনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আজম খান স্মরণে স্বরণসভা, সেচ্ছায় রক্তদান ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। জুম ব্যান্ডের সভাপতি মো: বাশারের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুরু আজম খানের
শিষ্য মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি ওসত্মাদ সুমন আজম। বক্তব্য রাখেন বস্নাক এন্ড হোয়াইট ব্যান্ডের সভাপতি আল মামুন অনল, স্বরণ সভায় দীর্ঘদিন যাবত আজম খানের গান করার জন্য শিষ্য ওসত্মাদ সুমন আজমকে সম্বর্ধনা দেওয়া হয়। স্বরণ সভার পর বিভিন্ন ব্যান্ড সদস্যগন দরিদ্রেদের জন্য সেচ্ছায় রক্ত দেন। এরপর ’’কনসার্ট ফর আজম খান’’ শুরু
হলে গান পরিবেশন করেন ওসত্মাদ সুমন আজম, অনল, সামসুজ্জামান রন্টু, মোসত্মফা জামান শ্যামল, সোহগ, সোহেল, বাশার, মানিক, শিশির, আলম প্রমুখ। কনসার্ট অনুষ্ঠানে শত শত আজম ভক্তরা উপস্থিত থেকে গুরু আজম খানকে স্মরণ করে।