নিউজ ডেস্কঃ গাংনীর একমাত্র বহুল প্রচলিত অনলাইন পত্রিকা গাংনী নিউজ ডটকম এক ঝাক তরুন সাংবাদিকের সমন্বয়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন ভাবে পথ চলার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ২৩জুন বৃহস্পতিবার গাংনীনিউজ ডটকমের গাংনী প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানানো হয় উল্লেখ্য গত ২০ নভেম্বর ২০০৯ থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে গাংনীনিউজ ডটকম। বিগত দিনগুলিতে গাংনীনিউজ ডটকম ডিজিটাল বাংলাদেশ গঠনে নানা রূপ সহোযোগিতা ছাড়াও অসহায় মানুষদের সহোযোগিতায় তাদের পাশে এসে দাড়িয়েছে। এক ঝাক তরুন নিষ্ঠাবান সাংবাদিকের সমন্বয়ে গঠিত গাংনী নিউজ ডটকম নিরপেক্ষ ও বস্ত্তনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছে । গাংনী নিউজ ডটকম এখন একটি জনপ্রিয় অন লাইন আঞ্চলিক পত্রিকা ।
২৩জুন বৃহস্পতিবার গাংনীনিউজ ডটকমের গাংনী প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ গাংনীনিউজ ডটকমের গতিশীলতা বৃদ্ধির সার্থে গাংনীনিউজ ডটকমের পরিচালক মিজানুর রহমান হেলাল ও বিশেষ প্রতিনিধি জাহিদ মাহামুদ সহ অন্যান্যরা গাংনী রিপোটার্স ইউনিটি থেকে পদত্যাগের ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন গাংনীনিউজ ডটকমের বিশেষ প্রতিনিধি আক্তারম্নজ্জামান আক্তার,শহর প্রতিনিধি নাজমূল হুদা,দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সাংবাদিক মাহাবুব আলম,দৈনিক আজকের আলো পত্রিকার সাংবাদিক সোহাগ, বামন্দি প্রতিনিধি জাহিদ মাহামুদ, দৈনিক জয়যাত্রা পত্রিকার সাংবাদিক প্রতিনিধি মিনারম্নল ইসলাম,মনিরম্নল প্রমুখ। গাংনীনিউজ ডটকমের পরিচালক মিজানুর রহমান হেলাল গাংনীনিউজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকলের কাছে সহযোগিতা কামনা করে বলেন, গাংনীনিউজ ডটকম শুধু অন লাইন সংবাদপত্র নয়, এটি একটি সামাজিক আন্দোলনের নাম। তিনি বলেন, গাংনীনিউজ ডটকম সুষ্ঠু ধারার সাংবাদিকতা ছাড়াও দুস্থ্য জনগোষ্ঠির কল্যাণে কাজ করে যাবে। মিজানুর রহমান হেলাল আরো বলেন, গাংনীনিউজ ডটকম সমাজ বিরোধী ও দুনীর্তিবাজদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে।
আপনাদের মহতি উদ্দ্যোগকে স্বাগত জানাই তবে কথায় না কাজ দেখতে চাই সাধারণ ভিজিটররা ।
WELLCOME…DIGITAL GANGNI