ডেস্কঃ-গাংনীতে দুস্থ্য ও অসহায় মানুসের পাশে দাড়িয়েছে বহুল প্রচারিত গাংনী নিউজ ডট কম । গাংনী নিউজ ডট কমের এ ভাল উদ্যেগকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন গাংনীর কৃতি সন্তান মোঃ রেজানুল বাসার (তাপস) ও গাংনীর কৃতি সন্তান ছারেজাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মতিয়ার রহমান । তাদের সহযোগিতায় গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের একই পরিবারের ৪জন শারিরিক প্রতিবন্দীর একটি পরিবার কে ১টি সেলাই মেশিন ও ৫হাজার টাকার ছিট কাপড় তুলে দেওয়া হয়। এ উপলক্ষে ১লা নভেম্বর সমবার গাংনী উপজেলা সভা কক্ষে গাংনী নিউজ পরিবারের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হ
য়।
উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান একে এম শফিকুল আলম , গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু হেনা মোস্তফা জামান , উপজেলা ভাইস চেয়ার ম্যান জুলফিকার আলী ভুট্র , মেহেরপুরের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ পলাশ খন্দকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান (আতু) বিশিষ্ট সমাজ সেবক শহিদুল ইসলাম , বামুন্দী ইউপি চেয়ারম্যান আওয়াল হোসেন আর ও উপস্থিত ছিলেন গাংনী নিউজ পরিবারের সাংবাদিক মিলন , সাজু , মাহাবুব , আক্তার , জাহিদুল , লিংকন , কানন , আব্বাস , মনিরুল ইসলাম, অল্ডাম ও আবু হোসেন। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে এ উদ্যেগের বিস্তারিত তুলে ধরেন গাংনী নিউজের এডমিন মিজানুররহমান (হেলাল) । দুস্থদের হাতে অনুদান তুলে দেন রেজানুল বাসার এর পক্ষে তার পিতা হারুন অর রশিদ হারু। ও ছারেজাহান ফাউন্ডেশনের পক্ষে মনজুরুল ইসলাম।
এটা খুব ভার কাজ কিন্তু এ কাজ টা অব্যাহত রাখলে সব থেকে ভাল হবে
অপ্রান চেষ্টা করব অব্যাহত রাখার। তবে সবাইকেই এগিয়ে আসতে হবে…আপনাকে ধন্যবাদ