গাংনীতে ১১০ বোতল ফেন্সিডিলসহ আটক-৩
জাহিদ মাহমুদঃ গাংনী উপজেলার বামন্দী নামক এলাকা থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ আলী, সালাম, রফিকুল নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী র্যাব-৬। গাংনী র্যাব-৬ ক্যাম্প কমান্ডার রাজিবুল হাসান জানান, রোববার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ জেলার গাংনী উপজেলার বামন্দী এলাকায় মাবদক বিরোধি অভিযান চালিয়ে বামন্দী গ্রামের আওয়ামীলিগ নেতা মহির...